ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো যায় আমরা সবাই জানি। কিন্তু মূলত জিনিসটা কি? ওয়ার্ডপ্রেস হলো একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। প্রথমদিকে ব্লগ পাব্লিশ করার জন্যই ওয়ার্ডপ্রেস তৈরি করা হয়েছিল। কিন্তু বর্তমানে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ, ম্যাগাজিন, ইকমার্স, লার্নিং ম্যানেজমেন্ট, ফোরাম, মেম্বারশিপ সাইট থেকে শুরু করে প্রায় সব ধরনের ওয়েবসাইটই তৈরি হচ্ছে।
PHP ও MySQL দিয়ে তৈরি ওয়ার্ডপ্রেসের মূল সুবিধা হলো এটি ওপেন-সোর্স যার কারণে এটি কিনতে হয়না। ফ্রীতেই ব্যবহার করা যায়, নিজের মত মোডিফাই করা যায়। আর GNU General Public License এর অধীনে ওয়ার্ডপ্রেস পাব্লিশড হওয়ায় এর জন্য তৈরি করা সকল থিম ও প্লাগইনের PHP, HTML কোডসহ প্রায় সবকিছুই ফ্রীতে ব্যবহার ও মোডিফাই করা সম্ভব।
ওয়ার্ডপ্রেসের কিছু খারাপ দিকের পাশাপাশি প্রচুর ভালো দিক রয়েছে। আপনি ওয়ার্ডপ্রেস ফ্রীতে পাচ্ছেন, সাথে ১২ হাজারের বেশি বিভিন্ন ডিজাইন ও ক্যাটাগরির ফ্রী থিম, ফাংশনালিটি যুক্ত করার জন্য পাবেন প্রায় ৬০ হাজার ফ্রী প্লাগইন।
এগুলো তো আছেই। পাশাপাশি অনেক PHP Script, Laravel বা MERN, MEAN, MEVN এ করা ওয়েবসাইট নিয়মিত আপডেট না পেয়ে সিকিউরিটি ও পারফরম্যান্স দূর্বল হয়ে পরতে পারে। সেকারণে এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আপডেট করতে উচ্চ খরচে ডেভেলপার হায়ার করে রাখতে হয়। যা কোনো ছোটখাটো ওয়েবসাইটের ক্ষেত্রে সম্ভব না।
এদিক থেকে ওয়ার্ডপ্রেস কোর নিয়মিত আপডেট হয়। ফ্রী থিম, প্লাগইনও আপডেট হতে থাকে। লেটেস্ট PHP ভার্সন Compatible করে তোলা হয়। কোনো সিকিউরিটি ইস্যু দেখা গেলে দ্রুত আপডেট করে সেগুলো ফিক্স করে ফেলা হয়। সেক্ষেত্রে এটি ছোট ওয়েবসাইটগুলোর জন্য অনেক লাভজনক।
প্রচুর পরিমাণে ওয়ার্ডপ্রেস ডেভেলপার কমিউনিটি থাকায় সহজেই সাহায্য পাওয়া যায়। অন্যান্য ডেভেলপার থাকলেও সহজে ভালো ডেভেলপারের কাছে পৌছানো বা হায়ার করা ছোট ওয়েবসাইট ওনারদের ক্ষেত্রে কষ্টসাধ্য। ওয়ার্ডপ্রেস নিয়ে প্রচুর পরিমাণে ব্লগ, ভিডিও ইত্যাদি থাকায় সহজেই সমাধান পাওয়া যায় ছোটখাটো সমস্যার।
তবে, ওয়ার্ডপ্রেসে অনেক অপ্রয়োজনীয় ফাংশন থাকে, যার কারণে ওয়ার্ডপ্রেস অনেক ভারী হয়ে থাকে। এক্ষেত্রে কাস্টম কোডে তৈরি করা ওয়েবসাইট অনেকটাই ফাস্ট হয়ে থাকে। যদিও, সঠিকভাবে অপ্টিমাইজেশন ও কাস্টম থিম তৈরি করে, কোর থেকে অপ্রয়োজনীয় ফাংশন সরিয়ে এই ইস্যু সমাধান করা সম্ভব।
অনেক বড় বড় প্রতিষ্ঠানও ওয়ার্ডপ্রেসে তৈরি হয়েছে। অনেকেই এখন জাভাস্ক্রিপ্টের দিকে ঝুঁকছেন, কিন্তু ছোটখাটো ওয়েবসাইটগুলোর জন্য ওয়ার্ডপ্রেস খুবই ভালো একটি চয়েজ।