০১ টিপসঃ Elementor Loading issues
প্রথমেই PHP INI Editor এ গিয়ে memory_limit বাড়িয়ে দিন। বেশিরভাগ সময় দেখা যায় মেমোরি লিমিট কম থাকায় এলিমেন্টর এডিটর লোডিং আজীবন ধরে হতে থাকে, মানে লোডিং স্ক্রিনে আটকে যায়।
এরপরও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে এলিমেন্টর সেটিংস থেকে সেইফ মোড অন করে দিন। এবার যদি এডিটর ঠিকভাবে লোড হয়ে যায় তাহলে সেইফ মোড অফ করুন এবং এলিমেন্টর বাদে সব প্লাগইন ডিয়েক্টিভেট করে দিন।
তারপর যদি এডিটর ঠিকভাবে লোড হয়ে যায় তাহলে এক এক করে প্লাগইন এক্টিভেট করুন এবং চেক করুন কোন প্লাগইন এক্টিভ করলে সমস্যাটি দেখা দিচ্ছে, সেই প্লাগইনটি বাদ দিন বা বিকল্প কোনো প্লাগইন বেছে নিন।
ব্রাউজার এক্সটেনশনের কারণেও হতে পারে, তাই ব্রাউজার চেঞ্জ করে দেখুন। থিমে প্রিলোডার থাকলে অফ করে চেক করতে পারেন। X-Frame-Options সমস্যার কারণেও এটি হতে পারে। যদি X-Frame-Options সার্ভারে DENY করা থাকে তাহলে SAMEORIGIN করে দিতে হবে।
ক্লাউডফ্লেয়ার ইনেবলড থাকলে সাময়িকভাবে pause করে চেক করতে পারেন। এলিমেন্টর আর এলিমেন্টর প্রো ভার্সন একই আছে কিনা চেক করুন। ভার্সন যদি কম্পেটিবল না হয় তাহলেও সমস্যা দেখা দিতে পারে।